Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কার্যক্রম   

  

  •      মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা সেক্টরের কর্মপরিকল্পনা;   
  •      মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক  এবং উচ্চ শিক্ষা সেক্টরের প্রজেক্টসমূহ প্রনয়ণ, মনিটরিং এবং মূল্যায়ন;   
  •     মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা;   
  •     জাতীয় শিক্ষার্থী কাউন্সিল;   
  •     শিক্ষা সংক্রান্ত নীতি এবং সংস্কার;   
  •     পাঠ্যক্রম উন্নয়ন;   
  •     পাঠ্যপুস্তক প্রস্ত্ততকরণ, মুদ্রণ এবং বিতরণ;   
  •     পাবলিক পরীক্ষা সংক্রান্ত নীতি (প্রাথমিক শিক্ষা পরবর্তী পর্যায়ে) ও পরীক্ষা অনুষ্ঠান;   
  •     শিক্ষা সংক্রান্ত প্রকল্প, কর্মসূচির বিষয়ে মন্ত্রিপরিষদ, জাতীয় অর্থনৈতিক পরিষদ (এন.ই.সি), প্রকল্প মূল্যায়ন কমিটির সাথে প্রক্রিয়াকরণ, প্রণয়ন ও বাস্তবায়ন;   
  •     শিক্ষা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান-কে প্রনোদনা   
  •     বৈদেশিক ও আন্তর্জাতিক সংস্থা হতে আর্থিক সহায়তা   
  •     আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক কর্মসূচি-তে অংশগ্রহণ   
  •     শিল্প সংস্কৃতি, শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রে স্বীকৃতি/পুরস্কার;   
  •     প্রবাসী বাংলাদেশী ছাত্রদের শিক্ষা ও কল্যাণমূলক বিষয়াদি, প্রবাসী ছাত্র সমিতি-কে অর্থ সহায়তা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস-এর শিক্ষা উন্নয়ন সংক্রান্ত কার্যাবলি;   
  •     বহি:পরীক্ষা অনুষ্ঠান, ডিগ্রী সমতাকরণ, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ডিপ্লোমা ও সার্টিফিকেট সমতাকরণ, বিনিময়   
  •     প্রফেশনাল ও কারিগরি যোগ্যতা-র স্বীকৃতি প্রদান;   
  •     শিক্ষা বিনিময় কর্মসূচি;   
  •     বৈদেশিক বৃত্তি ও শিক্ষা, বাংলাদেশে বিদেশি শিক্ষক ও ছাত্র বিষয়ক কার্যাবলি;   
  •     শিক্ষক ছাত্রদের সমস্যা ও পুনর্বাসন সংক্রান্ত;   
  •     বাংলাদেশী শিক্ষকদের বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত;   
  •     জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্র ভর্তি;   
  •     বিজ্ঞান ও গবেষণা বিষয়ক প্রকাশনা;   
  •     শিক্ষা কমিশন-এর সুপারিশ বাস্তবায়ন;   
  •     জাতীয় রিসার্চ ফেলো;   
  •     বাংলাদেশ স্কাউটস ও গার্ল গাইডস;   
  •     বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ;   
  •     বিভাগের অধীন দপ্তর/সংস্থাসমূহের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি;   
  •     আন্তর্জাতিক সংস্থা, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের সাথে সমঝোতা স্মারক ও চুক্তি সম্পাদন, কার্যবন্টন অনুসারে আইন, বিধি-বিধান প্রণয়ন;   
  •    শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান;
  •    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিষয়সমূহের উপর প্রযোজ্য ফি (আদালতের ফি ব্যতীত);   
  •    মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমুহের নতুন ভবন নির্মাণ, মেরামত, সংস্কার ও সম্প্রসারণ;   
  •     নির্বাচিত বেসরকারি কলেজসমূহে একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ;   
  •     জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তক বিতরণ ও জাতীয়ভাবে দিবসটি উদযাপন;   
  •     ডিজিটাল পদ্ধতিতে অনলাইন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ গ্রহণ;
  •      শিক্ষা প্রতিষ্ঠান/অফিস পরিদর্শন;   
  •     বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও নিরীক্ষা;   
  •     মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইন প্রণয়ন;   
  •     মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শন;   
  •     নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন;
  •      বিশ্ববিদ্যালয়সমূহে নতুন বিভাগ ও ইনস্টিটিউট অনুমোদন;   
  •     বিশ্ববিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন;   
  •     বিশ্ববিদ্যালয়সমূহে নতুন গবেষণাগার, ইনোভেশন ল্যাব ও কম্পিউটার ল্যাব স্থাপন;   
  •     কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর গবেষণা;   
  •     বিশ্ববিদ্যালয়সমূহ ও শিল্প প্রতিষ্ঠানের সাথে কোঅপারেশন ও কোলাবোরেশন বৃদ্ধি;   
  •     বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল গ্রন্থাগার সুবিধার সম্প্রসারণ   
  •     শিক্ষক প্রশিক্ষণ  কার্যক্রম পরিচালনা;
  •     শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ইস্যুর উপর গবেষণা কার্যক্রম জোরদারকরণ   
  •     শিক্ষা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য গবেষণা পরিচালনা, মূল্যায়ন, প্রশিক্ষণ, আন্তর্জাতিক ও স্থানীয় সভা-কর্মশালা আয়োজন;   
  •     ব্যানবেইসকে জাতীয় পর্যায়ের শিক্ষা তথ্যের কেন্দ্র (National Information Centre For Education) এবং Knowledge Repository হিসেবে শক্তিশালীকরণ;   
  •     ডিজিটাল লাইব্রেরী ও ডকুমেন্টেশন সেবা প্রদান;   
  •     বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা;   
  •     e-GP বাস্তবায়ন;   
  •     ডিজিটাল লাইব্রেরী ও ডকুমেন্টেশন সেবা প্রদান;   
  •     বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের নিমিত্তে শিক্ষক নিয়োগের সুপারিশকরণ;   
  •     মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ লার্নিং সেশন আয়োজন;   
  •     উপজেলা আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টার স্থাপন;   
  •     নির্বাচিত সরকারি ও বেসরকারি কলেজসমূহের একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ;   
  •     অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ;
  •     বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মেরামত ও সংস্কার;   
  •     নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য টয়লেট নির্মাণ;   
  •     প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের জন্য র‍্যাম্প তৈরি;   
  •     শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান;   
  •     উপবৃত্তি বাস্তবায়ন, এপিএ বাস্তবায়ন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, ইনোভেশন ও অভ্যন্তীণ প্রশিক্ষণ/কর্মশালা;   
  •     স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান;   
  •     দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান;   
  •     দূর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান;
  •     উচ্চশিক্ষা বিস্তারে এমফিল ও পিএইচডি ফেলোশিপ প্রদান;   
  •     মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান;